মেহেরপুর নিউজ,২৬ মে:
মেহেরপুরের গাংনী উপজেলা কাষ্টদহ গ্রামে গরু মোটাতাজা করণ ও আয় বৃদ্ধি মুলক প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে কাষ্টদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৩১ নং পল্লী সমাজের সদস্যদের নিয়ে ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষন কর্মসূচী শুরু হয়। যুব উন্নয়ন অধিদপ্তর মেহেরপুরের উপ পরিচালক ফিরোজ আহমেদ এ কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় কর্মসূচী সংগঠন মোশাররফ হোসেন পিও,আবুল কালাম আজাদ সিএস,মোস্তাফিজুর রহমান সিএস,প্রধান শিক্ষক শাহ জামাল প্রমুখ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোহিতায় ছিলেন বাবলু কুমার শীল। প্রশিক্ষনে এ গ্রামের অর্ধশত নারী প্রশিক্ষন নিচ্ছেন।