মেহেরপুর নিউজ,২১মে:
মেহেরপুুুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে যাত্রীবাহি বাস ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামুন্দী বাজারের পার্শে এ দূর্ঘটনা ঘটে। আহতেরা হলেন বামুন্দীর আবুল কাশেম,বেদেনা খাতুন,বাস চালক খোকন আলী,সহকারী এনামুল,নচিমন যাত্রী সাইফুল ইসলাম ও নছিমন চালক ষোলটাকা গ্রামের জামালের ছেলে মনিরুল ইসলাম।
বামুন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শুশান্ত কুমার জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী আল মামুন পরিবহনের একটি যাত্রীবাহি বাস (মেহেরপুর-০৪-০০৪) একটি বালি ভর্তি ট্রাক কে সাইড দিতে গেলে বামুন্দী থেকে ছেড়ে আসা অপর একটি আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস টি পার্শে একটি গাছের সাথে ধাক্কা লাগলে সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়।