মেহেরপুর নিউজ,১৯ মে:
উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা আসন নির্বাচন-২০১৫ উপলক্ষে ২য় দিনে মেহেরপুর ও মুজিবনগর উপজেলায় মোট ১২জন প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেছে প্রার্থীরা। মেহেরপুর সদর উপজেলাকে বাদ দেওয়া হয়েছে। মনোয়ন সংগ্রহকারীদের মধ্যে গাংনীতে ৯জন এবং মুজিবনগরে ৩জন রয়েছে। এরা হলো গাংনীতে শামিরন নেছা, ফেদৌসী, গুলশানআরা, নাজনীন আক্তার, পারভিনা, রহিদা খাতুন, আসমা খাতুন, ফরিদা খাতুন ও রেহেনা খাতুন। মুজিবনগরের প্রার্থীরা হলো শাহিনা খাতুন জান্নাতুল ও আফরোজা খাতুন। আগামী ১৫ জুন মেহেরপুর জেলার তিন উপজেলার সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচন কমিশন সচিবলায় থেকে এক সংশোধিত প্রজ্ঞপন জারী করেছে। এতে মেহেরপুর সদর উপজেলাকে ১৭,০০,০০০০,০৭৯,৪০,০০১,১৪(অংশ-১)-৭৩ নং প্রজ্ঞাপনে সংযোজিত তফশিল বাদ দেওয়া হয়েছে।