গ্রামীণফোন বোর্ড কোম্পানির নতুন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসেবে ইয়াসির আজমান এর নাম ঘোষণা করেছে। তিনি আগামী ১৫ জুন বর্তমান সিএমও অ্যালান বন্কে এর স্থলাভিষিক্ত হবেন। বাংলাদেশের নাগরিক ইয়াসির আজমান এর ১৭ বছরের বানিজ্যিক অভিজ্ঞতা আছে যার মধ্যে এফএমসিজি এবং টেলিকমে ৫ বছরের নির্বাহী ব্যবস্থাপনার অভিজ্ঞতা। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে বিভিন্ন নেতৃস্থানীয় পদে তিনি কাজ করেছেন। এছাড়াও তিনি জানুয়ারি ২০১৩ এ টেলিনর গ্রুপের ডিস্ট্রিবিউশন ও ই-বিজনেস এর প্রধান হিসেবে যোগ দেয়ার পর টেলিনর এর সকল অধীনস্ত কোম্পানির জন্য কৌশলগত ও উন্নয়নমূলক ভূমিকা পালন করেন।
জনাব আজমান সেলস এন্ড ডিস্ট্রিবিউশন খাতে চাকুরী জীবন শুরু করেন এবং ধীরে ধীরে টেলিনর গ্রুপের ম্যানেজমেন্ট স্তরে স্থান করে নেন। তিনি ২০০৭ এ গ্রামীণফোনের বিক্রয় ও বিতরণ সংগঠন স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরবর্তীতে গ্রামীণফোনের হেড অফ ডিস্ট্রিবিউশন হিসেবে কাজ করেন। ভারতের ইউনিনর এ সার্কেল বিজনেস হেড এবং ইভিপি হিসেবে যোগ দেয়ার আগে তিনি গ্রামীণফোনের পরিচালক সেলস এন্ড ডিস্ট্রিবিউশন হিসেবে কর্মরত ছিলেন। বিগত কয়েক বছর আজমান টেলিনর গ্রুপের হেড অফ ডিস্ট্রিবিউশন এন্ড ই বিজনেস হিসেবে ১৩টি ব্যবসায়িক ইউনিট এর জন্য কাজ করার পাশাপাশি ডিজিটাল ডিস্ট্রিবউশন, গ্রাহক অভিজ্ঞতা, গ্রাহক কেন্দ্রিকতা ইত্যাদি নতুন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ অর্জন করেন এবং লন্ডন বিজনেস স্কুল ও আইএনএসইএডি আয়োজিত এক্সিকিউটিভ শিক্ষামূলক প্রোগ্রামে অংশ নেন।