মেহেরপুর নিউজ, ১৭ মে
ছোট্ট শহর মেহেরপুরে এখন যানজট নগরীতে পরিনত হয়েছে। প্রধান সড়কে সকাল থেকে সন্ধা প্রযন্ত যানজট লেগেই রয়েছে। বিশেষ করে মেহেরপুর শহরের শহীদ সামছুজোহা নগর উদ্দানের সামনে থেকে বড় বজার চার রাস্তার মোড় পযন্ত, শহরের হোটেল বাজার মোড়, কোর্ট সড়ক এবং বাসস্টান্ড এলাকায় যানজটের ঘটনা নিত্য নৈমিন্তিক ঘটনায় পরিনত হয়েছে। শহরের প্রধান সড়কে পার্শে সরকারী বিদ্যালয় এবং কলেজের অবস্থান হওয়ায় স্কুল কলেজ শুরু এবং ছুটি হওয়ার সময় যানজটের মাত্রা বেড়ে যায়। এরই মাঝে ঐ সড়কে কোন ধরনের বড় যান প্রবেশ করলে যানজটের মাত্রা আরো বেড়ে যায়। পৌরসভার উদ্যেগে সড়কের দুধারে ড্রেনেজ ব্যাবস্থা থাকলেও ড্রেনের উপর দিয়ে ফুটপাতের ব্যাবস্থা রয়েছে। ফুটপাতের উপর ব্যাবসায়ীরা তাদের পশরা সাজিয়ে রাখার কারনে সরু রাস্তা আরো সরুতে পরিনত হয়। যে কারনে যাজটের মাত্রা আরো বেড়ে যাচ্ছে।