মেহেরপুর নিউজ,১০ মে:
বিশ্ব মা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে রোববার বিকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের মিলনায়তনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকতা কে এম শফিউল আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার এস এম রাহাত হাসনাত, প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা সমবায় অফিসার নজরুল ইসলাম। সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনঅবহিতকরণ শীর্ষক সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, সমাজ সেবা অফিসের প্রতিনিধি জহির রায়হান, নারী উন্নয়ন কর্মী রাজিয়া সুলতানা, মেবিয়া পারভিন প্রমুখ।