মেহেরপুর নিউজ,০৪ মে:
সারদা পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষরত ২৩ জন সহকারী পুলিশ সুপার (প্রবি:) মেহেরপুরে পৌছেছেন। সোমবার সকালে সদ্য পদোন্নতী প্রাপ্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে সহকারী পুলিশ সুপারগণ মেহেরপুরে পৌছালে মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম তাদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সহকারী পুলিশ সুপার আব্দুল জলিলমতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হোসেন, সুদীপ রায়, আবু লায়েছ মো: ইলিয়াস জিকু, শেখ সাব্বির হোসেন, নাইম-উল- আলম, কল্লোল কুমার দত্ত, ইয়াকুব হোসেন, মো: ফরহাদ কবির, সচিন মৌলিক, সাঈদ নাসিরুল্লাহ, শাহিনুর কবির, ফরহাদ হোসেন, সোহেল রানা, নোবেল চাকমা, আবদুল্লাহ আল মামুন, পিযুষ চন্দ্র দাস, মিথুন সরকার, পরিত্রান তালুকদার, থোয়াই অংপ্রু মারমা, শারমিন জাহান, সামসুন নাহার, ফাহমিদা আফরিন ও শ্রীমা চাকমা। বিকালে তারা মুজিবগর কমপ্লেক্স এবং এর আগে আমঝুপি নীলকুঠি পরিদর্শন করেন।
উল্লেখ্য, সদ্য পদোন্নতী প্রাপ্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন এর আগে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।