মেহেরপুর নিউজ,২৭ এপ্রিল:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রাম থেকে দু’টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৬ টার দিকে ধানখোলা উত্তরপাড়া এলাকার দেলোয়ার হোসেনের বাড়ির পাশ থেকে গাংনী থানা পুলিশ বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়েছে। রবিবার রাতের কোন এক সময় চাঁদার দাবিতে দেলোয়ার হোসেনের বাড়ির পার্শে বোমা দুটি রেখে যায় চাঁদাবাজ চক্র এ ধারণা পুলিশের।
গাংনী থানার এসআই শুশান্ত কুমার জানান,স্থানীয়রা দেলোয়ার হোসেনের বাড়ির পার্শে বোমা দুটি দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে বোমা দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে নিক্রিয় করা হয়েছে।
দেলোয়ার হোসেন জানান,গত কয়েকদিন যাবৎ চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিল চাঁদাবাজরা। চাঁদার টাকা না দেওয়ার কারনে তার বাড়ির পার্শে বোমা রেখে যায়।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,চাঁদাবাজ চক্র কে গ্রেফতারের অভিযান চলছে।