মেহেরপুর সদর উপজেলার কুষ্টিয়া সড়কের গোপালপুর প্রধান সড়কে ইট বোঝাই পাওয়ার ট্রলির নিচে চাপা পড়ে আমির খান (৮০) নামের এক বৃদ্ধর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। নিহত আমির খান গোপালপুর শিশিরপাড়ার মৃত হারুন খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বৃদ্ধ আমির খান সাইকেলযোগে বাড়ি থেকে মেহেরপুর আসছিলো। এমন সময় পিছন থেকৈ একটি ইট বোঝাই পাওয়ার ট্রলিও মেহেরপুরের দিকে আসছিলো। পাওয়ার ট্রলিটিকে সাইড দিতে গিয়ে সাইকেলের নিয়ন্ত্র হারিয়ে ট্রলির একটি চাকার নিচে তিনি পড়ে যান। এ সময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিন মারা যান।
এ ঘটনায় এলাকাবাসী ট্রলিটিকে আটক করলেও ট্রলি চালক পালিয়ে যায়।
খবর পেয়ে মেহেরপুর সদর থানার আফিসার ইনচার্জ আহসান হাবিবের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থেলে পৌছে লাশ উদ্ধার করে।