মেহেরপুর নিউজ,১৯ এপ্রিল:
মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রাম থেকে নিখোঁজ শিশু ইয়াকুব হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার ভোরে বাড়ির পাশের একটি পুুকুরে তার লাশ ভেসে উঠতে দেখে গ্রামবাসী উদ্ধার করে। সে একই গ্রামের শিপন হোসেনের ছেলে। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে সে মারা গেছে।
গ্রামবাসী জানায়, শনিবার বিকাল থেকে মানসিক ভারসাম্যহীন শিশু ইয়াকুব(৮) কে খুজে পাওয়া যাচ্ছিল না। বিকাল তেকে সারা রাত তাকে গাড়াবাড়িয়াসহ অাশেপাশের বিভিন্ন গ্রামে খুজে পায়া যায়নি। আবশেষ রোববার ভোরে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখে গ্রামবাসীরা উদ্ধার করে। তার কোন খোঁজ খবর পাওয়া যাচেছ না।
গ্রামবাসী ধারনা করছে, মানসিক ভারসাম্য না থাকায় শনিবার বিকালের কোনো এক সময় সে পুকুরে পড়ে যায়। পরে সেখানেই সে ডুবে মারা গেছে বলে ধারণা এলাকাবাসীর।