মেহেরপুর নিউজ,১৪ এপ্রিল:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে বাংলা নববর্ষ পালন উপলক্ষে পান্তা ইলিশের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে মেহেরপুর পৌরসভা প্রাঙ্গনে পান্তা ইলিশ উৎসবের উদ্বোধন করেন সাংসদ ফরহাদ হোসেন। পান্তা উৎসবে জেলা প্রশাসক মাহমুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, হেমায়েত হোসেন,, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পান্তা ইলিশ উৎসবে অংশগ্রহণ করেন। পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু অতিথিদের স্বাগত জানান।
এদিকে, মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গনে পান্তা ইলিশ উৎসবের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক আল আমিন ইসলাম বকুল, অধ্যক্ষ রিতা পারভিন, উপাধাক্ষ সামসুর রহমান টুটুলসহ শিক্ষক ও শিক্ষাথীরা অংশগ্রহণ করে।
অপরদিকে, তাঁতীপাড়া দি মেঘনা ইলেভেন ওয়ান ক্লাবের উদ্যোগে বৈশাখী প্রীতি ভোজের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি নুরুজ্জামান রাজিব, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মারুফ সহ ক্লাবের সদস্যরা প্রীতিভোজে অংশ নিয়েছেন।