মেহেরপুর নিউজ,৩১ মার্চ:
আন্তর্জাতিক দূর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস অফিসের উদ্যোগে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দূর্যোগে প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শাহজামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ফাতেমাতুজ্জোহরা, রামানান্দ পাল, পিআইও নাহিদা সুলতানা, প্রধান শিক্ষক মোখলেসুর রহমান, ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার সেলিম রেজা প্রমুখ। এর আগে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা মহড়া প্রদর্শন করেন।