মেহেরপুর নিউজ,২৬ মার্চ:
মেহেরপুর সরকারী হাইস্কুলের এসএসসি ১৯৯৭ ব্যাচের (শিকড়-৯৭) অফিস উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিকড়-৯৭ এর সভাপতি ডা. কাজল আলী ফিতা কেটে মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অফিসের উদ্বোধন করেন। এ সময় সহ-সভাপতি মাহমুদুল হাসান চঞ্চল, সাধারন সম্পাদক আরিফুর রহমান জনি, যুগ্ম সম্পাদক ইয়াদুল মোমিন, প্রদিপ খান, সাংগঠনিক সম্পাদক সাদরুল ইসলাম নাহিদ, সহসাংগঠনিক ওয়ালিউল রাজা, জালাল উদ্দিন,প্রচার সম্পাদক আশেক খান, সহপ্রচার সম্পাদক শাহিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নাহিদ রেজা, সদস্য রেজওয়ান রুমি, হিজবুল বাহার, বাপ্পি, খোরশেদ, খুরশিদ আলম, পিকলু আহেমদ, আনারুল ইসলাম সহ ৯৭ ব্যাচের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সেখানে মোনাজাত ও মিষ্টি মুখ করা হয়। এছাড়া এক আলোচনা সভায় আগামীকাল শুক্রবার মেহেরপুর সরকারী হাইস্কুল প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করার লক্ষ্যে সকলের মাঝে দায়িত্ববন্টন করা হয়।