মেহেরপুর নিউজ,২৬ মার্চ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধাজ্ঞলি নিবেদন করেছেন আওয়ামীলীগ নেতারা।
বৃহস্পতিবার সকালে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমানের নেতৃত্বে নেতৃবন্দরা পুস্পমাল্য অর্পন করেন। এ সময় সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারী বালক প্রাথমিক বিদ্যালয়, বালিকা প্রাথমিক বিদ্যালয়, গন্ধরাজপুর প্রাথমিক বিদ্যালয়, আইডিয়াল স্কুলের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।