মেহেরপুর নিউজ,২৫ মার্চ:
অনেকগুলো চোখ, একটি স্বপ্ন। পুলোকিত হৃদয়। তবুু স্বপ্ন স্বপ্নের মতোই। ছোট ছোট সেই স্বপ্নগুলো মনকে দোলা দেয়। বাস্তবে যখন স্বপ্নগুলো উকি দিতে থাকে তখন স্বপ্নগুলোও স্বার্থক হয়। মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি -১৯৯৭ ব্যাচের বন্ধুদের স্বার্থক উদ্যোগে। স্বপ্নও তাদের স্বার্থক। স্বপ্নকে তারা লালন করে। স্কুলজীবনের খুনসুটিগুলোকে ভুলে গিয়ে আজ এক কাতারে তারা স্বপ্নগুলো বাঁধার চেষ্টা করে যাচ্ছে। তাদের আন্ত:মনো স্বপ্নগুলো নতুন করে সকলকে স্বপ্ন দেখানোর সাধ জাগাচ্ছে।
২৭ শে মার্চ শুক্রবার, স্বাধীনতার মাসে তাদের স্বপ্নগুলোর মধ্যে ছোট্র একটি স্বপ্নকে তারা আলিঙ্গন করতে যাচ্ছে। ইতিমধ্যে যার যার স্থান থেকে সকল প্রস্তুতি সম্মন্ন করেছে ১৯৯৭ এর বন্ধুরা। তাদের উদ্যোগে মেহেরপুর সরকারী হাইস্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল ৯টা থেকে শুরু করে দুপুরে জুম্মা নামাযের বিরতী দিয়ে চলবে বিকাল ৫ টা পর্যন্ত। ১৯৯৭ ব্যাচের কয়েকজন অভিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধণ্য এক ঝাঁক চিকিৎসক দিন ব্যাপী মেহেরপুরের গরীব ও দু:স্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার প্রুতশ্রিুতি দিয়েছেন। পাশাপাশি বিনামূল্যে বিতরণ করা হবে ঔষধ। সাথে থাকবে হৃদরোগীদের ইসিজি চেক আপের ব্যবস্থা। মেহেরপুর জেলার চিকিৎসকদের অভিভাবক সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করবেন বলে সম্মতিও জানিয়েয়েছন বলে জানানা মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তারা।
১৯৯৭ ব্যাচের সভাপতি ডা. কাজল আলী জানান, ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্মন্ন হয়েছে। মেডিকেল ক্যাম্পকে সফল করে তুলতে সকলের সহযোগীতা কামান করেছেন।