মেহেরপুর নিউজ,১৯ মার্চ:
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে সদর উপজেলার শোলমারী গ্রামের ১১০টি পরিবারের মধ্যে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শোলমারী গ্রামের কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীর সভাপতিত্বে বিদ্যুতায়নের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আলী হোসেন, আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম প্রমুখ।