মেহেরপুর নিউজ,১৮ মার্চ:
দূযোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের উদ্যোগে ১১ লক্ষ ৪৯ হাজার ৩’শ টাকা ব্যায়ে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর সড়কের কালভার্ট নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকালে মেহেরপুর-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন নির্মান কাজের উদ্বোধন করেন। এ সময় সদর থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা সুলতানা, ইউপি সদস্য ডাবলু সেখানে উপস্থিত ছিলেন। পরে সেখানে মোনাজাত করা হয়।