বঙ্গবন্ধুর ৯৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, বিএমএর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, আওয়ামীলীগ নেতা আশকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামিম আরা হীরা, সদর উপজেলা সভাপতি গোলাম রসুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ প্রমুখ।
সরকারী মহিলা কলেজ
বঙ্গবন্ধুর ৯৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারী মহিলা কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রভাষক মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আশরাফুল আলম। বক্তব্য রাখেন প্রভাষক আব্দুর রাজ্জাক, খসরু ইসলাম, মাকসুদা খাতুন, সেলিনা আক্তার, ববি আক্তার প্রমুখ।
জিনিয়াস ল্যাবরেটিরী স্কুল এন্ড কলেজ
বঙ্গবন্ধুর ৯৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্কুল মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ রিতা পারভিনের সভাপতিত্বে সভা্য় বক্তব্য রাথেন উপাধাক্ষ সামসুর রহমান টুটুল, সহকারী শিক্ষক হুমায়ন কবির, মাহবুবুল হক, আরিফুর রহমান, হাবিবুর রহমান, হাফিজুর রহমান, ফিরোজ হায়াত, সুলতান আহমেদ প্রমুক। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদ
বঙ্গবন্ধুর ৯৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান অ্যাড, মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান। বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হোসেনে মোবারক, সমাজসেবা অফিসার আবু বকর সিদ্দিক, প্রভাষক মীর মাহবুবুর রহমান প্রমুখ।
দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা
বঙ্গবন্ধুর ৯৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপাধাক্ষ আলহাজ্ব আনসার উদ্দিন বেলালী, প্রভাষক খাইরুল আনাম, আহসানুর রহমান, হাসানুজ্জামান, মাহবুবুর রহমান , নজরুল ইসলাম প্রমুক। পরে সেখারে দোয়া অনুষ্ঠিত হয়।
ছহিউদ্দিন ব্রিলিয়ান্ট প্রি-ক্যাডেট একাডেমী
বঙ্গবন্ধুর ৯৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্কুল মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অধ্যক্ষ উম্মে নাজমা নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক শামিম আরা হীরা। বিশেষ অতিথি ছিলেন মহিলা আওয়ামীলীগ নেত্রী সামিউন বশিরা, লিপিকা দে, রোকসানা কামাল। বক্তব্য রাখেন শিক্ষক সুরভী আক্তার, ছন্দা খাতুন, কামাল হোসেন, আলমগীর হোসেন ইমতিয়াজ হোসেন, আরিফুল ইসলাম, অঞ্জু রানী পাল প্রমুখ। পরে সেখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রাক-প্রাথমিক প্রশিক্ষনার্থীদের আলোচনা সভা
বঙ্গবন্ধুর ৯৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইউআরসি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউআরসির প্রশিক্ষক মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসাবুদ্দৌলা। বক্তব্য রাখেন শিক্ষক নেতা কোমর উদ্দিন, প্রশিক্ষক হাবিবুর রহমান, নুরজাহান খাতুন, রফিকুল ইসলাম, মনোয়ার হোসেন, জাকারিয়া, রিনা বিশ্বাস প্রমুখ।