মেহেরপুর নিউজ,১৭ মার্চ:
মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৫ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুর জেলা ই তথ্য সেবা কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়।মঙ্গলবার সকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা প্রশাসক মাহমুদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, বিএমএর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সম্পাদক আবু তাহের সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।