মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর ৯৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কর্মসূচী শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনের নেতৃত্বে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যেয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অস্থায়ী ভাবে তৈরি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধঞ্জলির পুষ্পমাল্য অপর্ন করা হয়। শোভাযাত্রা ও পুস্পমাল্য অর্পনে অন্যান্যদের মধ্যে অংশ নেন মহিলা এমপি সেলিনা আক্তার বানু, জেলা প্রশাসক মাহমুদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী,সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকি, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আশকার আলী, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামিম আরা হীরা, সদর উপজেলা সভাপতি গোলাম রসুল,পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম,গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম, বিএমএর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, জেলা যুবলীগ সভাপতি সাজ্জাদুল আনাম, ছাত্রলীগ সভাপতি বারিকুল ইসলাম লিজনসহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।