মেহেরপুর নিউজ, ১৬ মার্চ:
মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ ফজল (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
রোববার রাতে পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সুবির তাকে গ্রেফতার করে। এএসআই সুবির জানান,কাজিপুর গ্রামের করিম মন্ডলের ছেলে ফজল মিয়া নওদাপাড়ায় ফেন্সিডিল পাচারের উদ্দেশ্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় একটি ব্যাগের মধ্যে থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।