মেহেরপুর নিউজ,১৫ মার্চ:
সৈাদী আরব সরকারের অনুদান কোরবানীর মাংস (দুম্বার মাংস) বাংলাদেশ ইসলামীর ব্যাংকের মেহেরপুর শাখার সহযোগীতায় জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার সকালে ইসলামী ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থাপক এ এইচ এম মোস্তফা কামাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার আনোয়ার পারভেজের কাছে জেলার ৩ উপজেলার জন্য ১৫০ কার্টন মাংস হস্তান্তর করেন। এসময় ইসলামী ব্যাংকের অপারেশনাল ম্যানেজার আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।