মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা ওবাওট গ্রামে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী সহ ৩ ওয়ারেন্ট ভুক্ত আসামী কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বামন্দী ও কুমারীডাঙ্গা ক্যাম্প পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ভোলাডাঙ্গা গ্রামের মারফত আলী, ও তার স্ত্রী রমেলা খাতুন এবং বাওট গ্রামের সুকুর আলী।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, আদালতের পরোয়ানা থাকার কারনে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।