মেহেরপুর নিউজ, ১০ মার্চ:
মেহেরপুর শিশু পরিবারের মেট্রোন কাম নার্স এস এম রুহুল আমিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে শিশু পরিবারের শিশুরা। মঙ্গলবার বিকালে শিশু পরিবারের প্রায় সকল শিশু বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক মাহুমুদ হোসেন, পুলিশ সুপার হামিদুল আলম ও সদর থানার অফিসার ইনচার্জ আহসান হাবিবের কাছে স্মারক লিপি প্রদান করে।
স্মারকলিপিতে তারা জানায়, তাদের স্যার রুহুল আমিনের বিরুদ্ধে একটি চক্র মিথ্যা ও ভিত্তিহীন মামলা করে পুলিশ দিয়ে আটক করিয়েছে। তাদের স্যারকে জেল হাজতে আটক থাকায় শিশুদের খাওয়া দাওয়া ও লেখাপড়্য়া বিঘ্ন ঘটছে দাবি করে মুক্তির আবেদন করে।
উল্লেখ্য, মেহেরপুর শিশু পরিবারের খালাম্মা তার ১৩ মাসের শিশু সন্তানকে নির্যাতনের বিচার দাবি করে মেট্রোন কাম নার্স রুহুল আমিনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে।