মেহেরপুর নিউজ,০৯ মার্চ:
ট্রাকে পেয়াঁজ তুলতে গিয়ে মাটিতে পড়ে যাওয়ায় মালিক পক্ষের লোকজনের হামলায় ৩ শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে মানিক নামের এক শ্রমিক মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে সদর উপজেলার আশরাফপুর গ্রামের মৃত ইজানের ছেলে। বাকী আহতরা হলো একই গ্রামের সাকারুল ও মনসুর আলী। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
আহত মানিক জানায়, মুজিবনগর উপজেলার পুরন্দরপুর মাঠে একটি পেয়াঁজ ক্ষেত থেকে পেয়াঁজের বস্তা ট্রাকে তুলছিলৈা সে সহ সঙ্গীরা। একটি বস্তা মাটিতে পড়ে গেলে মালিকপক্ষের শ্রমিকদের সাথে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বস্তা তোলা হুক দিয়ে মানিকের মাথায় একজন আঘাত করে। পরে উভয় পক্ষের ধস্তাধস্তিতে ৩ জন আহত হয়।