মেহেরপুর নিউজ,০৮ মার্চ:
“নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন ” প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নানা আয়োজনে মেহেরপুর সদরসহ জেলার তিন উপজেলায় জাকজমকপূর্নভাবে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী তিবস পালিত হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলাপ্রশাসক মাজেদুর রহমান খানের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম, আওয়ামীলীগ নেতা আশকার আলী. জাতীয় মহিলা সংস্থা মেহেরপুর জেলা শাখার সভানেত্রী শামিম আরা হীরা। বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম শফিউল আযম, পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশররফ হোসেন, পণর্ভবা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক রাবেয়া হোসেন, সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কণা বিশ্বাস, জয়িতা নারী খোদেজা খাতুন প্রমুখ। এদিকে এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে র্যালী বের করা হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে র্যালীটি প্রধান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালীতে মেহেরপুরের বিভিন্ন মহিলা সংস্থার মহিলারা অংশ নেন।
মেহেরপুর পৌরসভা:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহর নেতৃত্বে একটি বিশাল র্যালী বের করা হয়। পৌরসভা থেকে শুরু হয়ে বাদ্যর তালে তালে র্যালিটি জেলা শিল্পকলা মোড় হয়ে কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। পরে কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মোতাছিম বিল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আল মামুন, মনিরুল ইসলাম ,মনোয়ারা খাতুন, নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ প্রমুখ।
গাংনী:
আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মেহেরপুরের গাংনীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়ে শহরে বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনার চত্তরে শেষ হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক,মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন,গাংনী থানার ওসি তদন্ত মোক্তার হোসেন প্রমুখ। এছাড়া মানববন্ধনে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্য এনজিও প্রতিনিধি, সাংবাদিক, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা অংশ নেন।