মেহেরপুর নিউজ,০৫ মার্চ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ-রতনপুর সড়কে ৫’শ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো: রাজবাড়ী সদরের আলাউদ্দিন সর্দারের ছেলে মানিক হোসেন(৩২), একই এলাকার শাহাজান মল্লিকের ছেলে আনিস মল্লিক(৩২) এবং চুয়াডাঙ্গা দামুরহুদা উপজেলার কুতুবপুর গ্রামের রমজান আলীর ছেলে সুমন(২৬)।
বৃহস্পতিবার সকালে মুজিবনগর থানার এস আই টিপু সুলতান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের আটক করে।
এস আই টিপু সুলতান জানান, খবর পেয়ে সঙ্গীয় ফোর্ নিয়ে রতনপুর মোড়ে অভিযান চালানো হয়। এ সময় তারা ৩টি বস্তায় ফেন্সিডিল নিয়ে চুয়াডাঙ্গা উদ্যোশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের আটক করে তাদের কাছে থাকা ৩ বস্তায় ৫’শ বোতলফেন্সিডিল উদ্ধা করে থানায় নিয়ে আসা হয়। িএ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের মামলার প্রস্তুতি চলছে।