মেহেরপুর নিউজ,০৪ মার্চ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর-পুরন্দপুর সড়কে নিমার্নাধীন কালভার্টে নিচের পড়ে দুলাল নামের এক বৃদ্ধ মারাত্মক আহত হয়েছে। আহত বৃদ্ধ মোনাখালী গ্রামের মৃত রজব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ দুলাল বুধবার সন্ধ্যার দিকে সাইকলে যোগে মোনাখালী থেকে পুরন্দরপুর গ্রামে যাচ্ছিলেন। এ সময় দারিয়াপুরে নির্মানাধীন কালভার্টের পাশে কোনো সতর্কীকরণ চিহৃ না রাখায় সমান রাস্তা মনে করে সাইকলে চালিয়ে দেয়। এ সময় সাইকেলসহ প্রায় ২০ফিট নিচে পড়ে যান বৃদ্ধ দুলাল। পরে স্থাননীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় এলাকাবাসী অভিযোগ করে বলেন, এলজিইডির তত্বাবধানে নির্মিত কালভার্টে অসেচতনাতনার কারণে কোনো সতর্কীকরণ বা মাটি ভরাট না করায় এ ধরনের ঘটনা ঘটেছে।