মেহেরপুর নিউজ,২২ ফেব্রুয়ারি:
মেহেরপুর মটর শ্রমিক শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনাকে মুক্তি ও শ্রমিক বিক্ষোভ বিষয়ক এক জরুরী সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সমঝোতা বৈঠক অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার হামিদুল আলম, র্যাব কমান্ডার উৎপল, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল,ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমান রানা, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী কদর, শ্রমিক নেতা এনামুল হক প্রমুখ। সভায় পুলিশ সুপার হামিদুল আলম বলেন, মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আহসান হাবিবকে জিজ্ঞাসাবাদ করে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পেলে তাকে মুক্তি দেয়া হবে।