মেহেরপুর নিউজ,২১ ফেব্রুয়ারি:
মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে সড়ক দূর্ঘটনায় নারীসহ ৭ জন অাহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জন বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলো: চুয়াডাঙ্গার দামুরহুদা থানার ছুটিপুর গ্রামের আশরাফুলের স্ত্রী ফাহিমা (৪৫), শরিফুলের স্ত্রী বেলি(২০), কুদ্দুসের স্ত্রী জুলেখা(৩০), জুলফিকারের স্ত্রী রিজিয়া খাতুন(৪০) এছাড়া বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
এলাকাবাসী জানায়, দামুড়হুদার ছুটি পুর থেকে ৯/১০ জন নারী পুরুষ একটি আলগামন যোগে সদর উপজেলার হিযুলী গ্রামে কুলখানীর অনুষ্ঠানে আসছিলো। বেলা ৩ টার দিকে আলগামনটি বারাদি কোল্ড স্টোরের কাছে পৌছালে আলগামনের চাকার একটি একসেল কেটে গেলে চালক নিয়ন্ত্র হারিয়ে ফেলে। এ সময় যাত্রীরা জীবনবাচাতে এদিক ওদিক লাফালাফি করলে তার রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে স্থানায়রা তাদের উদ্বার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।