মেহেরপুর নিউজ,০৯ ফেব্রুয়ারি:
দখলকারীর কবল থেকে ১৫ শতক খাস জমি উদ্ধার করে মামুন আলী নামে এক ভূমিহীনের কাছে হস্তান্তর করলো জেলা প্রশাসন।
সোমবার বিকালে সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শাহীনুজ্জামানের নেতৃত্বে প্রশাসনের একটি টিম শহরের শিশুবাগান পাড়ার ১৫ শতক জমি চকশ্যামনগর গ্রামের কালু শেখেরর ছেলে ভূমিহীন মামুন আলীর কাছে বুঝিয়ে দেন। এ সময় সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল, মেহেরপুর পৌর সভার ৯ নং ওযার্ড কাউন্সিলর কামরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
জানা গেছে, শহরের শিশুবাগান পাড়ায় বামনপাড়া মৌজার ১নং খতিয়ানের ৩০/১৯ দাগের ৪১ শতক খাস জমির মধ্যে ১৫ শতক জমি দীর্ঘদিন ধরে কাজী মোহাম্মদের স্ত্রী রেবা খাতুনের দখলে ছিল। পরবর্তিতে রেবা খাতুন সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়ার আমিনুলের কাছে বিক্রি করে। এর মধ্যে সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের কালু শেখের ছেলে খাস জমি চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করলে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে প্রশাসনের অভিযানিক টিমটি আমিনুল ইসলামের দখল থেকে মুক্ত করে মামুন আলীকে ওই জমি বুঝিয়ে দেন।