মেহেরপুর নিউজ,০৮ ফেব্রুয়ারি:
মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজ বদলের হাতিয়ার,সাংবাদিকদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করলে যে কোনো এলাকার উন্নয়ন সহজতর হয়।
অ্যাড. মিয়াজান আলী রোববার বিকালে মেহেরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতিবিনিময়কালে এ কথা বলেন। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলোর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন মেহেরপুর জজ কোর্টের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। এর আগে অ্যাড. মিয়াজান আলী প্রেসক্লাবে এসে পৌছালে প্রেসক্লাবের সভাপতি তাকে স্বাগত জানান।