মেহেরপুর নিউজ,০৮ ফেব্রুয়ারি:
মেহেরপুর খাদ্য অফিসের সাবেক পরিদর্শক কাজী আলহাজ্ব আব্দুল মান্নানের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
রোববার সকালে মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা অনুষ্ঠিত হয়।কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী মো: আবুল মুনসুর কাজল জানাযা নামায পরিচালনা করেন। জানাযা শেষে মেহেরপুর কলেজ মোড়ের পৌর কবরস্থানে দাফন করা হয়।
মেহেরপুর জেলা জজ কোর্টের সাবেক পিপি অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, জেলা অাওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. খন্দকার আব্দুল মতিন, সদর উপজেলা অাওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. কাজী শহিদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযা ও দাফন কাজে অংশ নেন।
উল্লেথ্য, কাজী আলহাজ্ব আব্দুল মান্নান শনিবার দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে , ২ মেয়েসহ অসংখ্যা গুনাগ্রাহী রেখে গেছেন।