মেহেরপুর নিউজ,০১ ফেব্রুয়ারি:
মেহেরপুরে ইয়ং রেঞ্জার্স’ নামের একটি সংঘঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে রোববার বিকালে শহরের মল্লিকপাড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে আবু মোর্শেদ শোভন সরকারকে সভাপতি ও জয় খানকে সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্য হলো: যুগ্ম সম্পাদক আকিবুল ইসলাম,সাংগাঠনিক সম্পাদক আন নুর তুষার, অর্থ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক নাবিল রেজা অর্ক, ক্রীড়া সম্পাদক আকিব আহমেদ, দপ্তর সম্পাদক মাহিন, সাহিত্য সম্পাদক এস কে কানন, ছাত্র বৃত্তি শাহিল, সমাজকল্যান সম্পাদক নাফি ও নির্বাহী সদস্য পদে শামিম উলের নাম ঘোষনা করা হয়। কমিটি গঠন শেষে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।