মেহেরপুর নিউজ,২৯ জানুয়ারি:
মেহেরপুর খান ফাউন্ডেশনের উদ্যোগে এসডিসির সহযোগীতায় অপরাজিতা উপজেলা ফোরামের ৪র্থ বর্ষে পদার্পনে ফলাফল পর্যালোচনা শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা অফিসার্স মিলনায়তনে উপজেলা ফোরামের সভাপতি দিলরুবা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শাহীনুজ্জামান। বক্তব্য রাখেন খান ফাউন্ডেশনের ফিল্ড কো-অর্ডিনেটর রেহেনা খাতুন, ফিল্ড অফিসার মীর দানিয়েল হোসেন, মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম ,বাকা বিল্লাহ প্রমুখ।