মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের কোলা মোড়ে অবস্থিত তেল পাম্প হক ফিলিং ষ্টেশনে ডাকাতি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাত দল প্রায় এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে। পরপরই পুলিশ অভিযান চালিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদি এলাকা থেকে দু’টি মাইক্রো উদ্ধার সহ দুই চালককে আটক করেছে।শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
ফিলিং ষ্টেশনের ম্যানেজার বাবু জানান, ঘটনার সময় অনিক ও রাজন নামের দুই মাইক্রো চালক পাম্মে এসে তেল নেয়ার জন্য ডাকাডাকি শুরু করে। অনেক রাত হওয়ায় তেল দিতে অপরাগতা প্রকাশ করলেও অবশেষে দরজা খোলার সাথে সাথে ২০/২৫ জনের একদল সশস্ত্র ডাকাত তাকে ঘিরে ধরে। এ সময় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে প্রায় ১ লক্ষ টাকা লুট করে নৈশ প্রহরী দুলুকে তুলে নিয়ে যায়। পরে মাঠের মধ্যে রশি দিয়ে হাত পা বেধে ফেলে রেখে যায়। পরে পুলিশ খবর পেয়ে ম্যানেজার ও নৈশ প্রহরীকে উদ্ধার করে । এবং মেহেরপুর -চুয়াডাঙ্গা সড়কের বারাদি ও আমঝুপি এলাকা থেকে ঢাকা মেট্রো চ ০২-৪৫২৪ এবং ঢাকা মেট্রো চ ১৪-০৮৫৪ নং দুটি মাইক্রো উদ্ধার করে । ওই ঘটনার সাথে জগিত থাকার অভিযোগে মাইক্রো চালক সদর উপজেলার বন্দর গ্রামের আতাহারের ছেলে আনিক এবং রাজাপুর গ্রামের ইনসানের ছেলে রাজনকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক দুই মাইক্রো চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।