মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ নভেম্বরঃ
স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাস্থ্য সেবা পাওয়া একজন মানুষের নাগরিক অধিকার, সেই অধিকার নিতে গিয়ে যখন ইমরানের মতো লাশ হয়ে ফিরতে হয় তখন আর সেটা সেবা থাকে না। চিকিৎসকের অবহেলায় শুধু ইমরানই নয়, মেহেরপুর সহ সারা দেশে হাজার হাজার ইমরান মারা যাচ্ছে। হাজার হাজার মায়ের বুক খালি হচ্ছে। সন্তান মা হারা হচ্ছে, মা সন্তান হারা হচ্ছে। আমরা এই ধরনের চিকিৎসার সাথে জড়িত সকলের বিচার চাই এবং নামধারী অবৈধ ক্লিনিক ও চিকিৎসকের চিকিৎসা বন্দের দাবি জানায়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় মেহেরপুর প্রেস ক্লাবের সামনের সড়কে ভুল চিকিৎসায় নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র ইমরান হোসেনের সহপাঠীদের উদ্যোগে অবৈধ ক্লিনিক বন্দের দাবিতে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে ইমরানের সহপাঠী ও এলাকাবাসীরা তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে এ দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইমরানের সহপাঠী মানিক হোসেন,গালিব হোসেন,প্যানেল মেয়র মঞ্জুরুল কবির রিপন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম সহ ইমরান হোসেনের সহপাঠী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।