মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৯ অক্টোবর:
নি:শেষে প্রাণ, যে করিছে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই- একাত্তরের শব্দ সৈনিক, সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা, মুক্তিযোদ্ধা, সমাজ সেবক ও সাংবাদিক প্রসেনজিৎ বোস বাবুয়া তোমার ক্ষয় নাই। তুমি মরে হয়েছে অমর, তুমি করেছো মোদের ঋনী। তোমার এ ঋণ কে শুধিবে হায়, এ সাধ্য আছে বা কাহার …।
রোববার রাতে মেহেরপুর নায়েব বাড়ি পূজা মন্দির প্রাঙ্গনে মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যেগে প্রয়াত মুক্তিযোদ্ধা বাবুয়া বোস স্বরণে অনুষ্ঠিত শোকসভায় বক্তারা তাদের এ হৃদয় নিংরানো শ্রদ্ধার কথা জানান। শোক স্তব্ধ অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বাবুয়া বোস স্মরনে ১ মিনিটি নিরবতা পালন করা হয়।
জেলা পূজা উদযাপন পষিদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে শোক সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র আলহাজ মোতাছিম বিল্লাহ মতু, পিপি অ্যাড. পল্বব ভট্টচার্য, প্রয়াত মুক্তিযোদ্ধা বাবুয়া বোসের ভাই অমিতাব বোস কাকুয়া, অভিজিত বোস মানা । বক্তব্য রাখেন সাংবাদিক তুহিন আরন্য, সহযোগী অধ্যপক আব্দুল্লাহ আল আমিন, অশোক রঞ্জন পাল, কার্তিক চন্দ্র মল্লিক,শ্বাশত নিপ্পন প্রমুখ।
শোকসভায় বক্তাদের দাবির প্রেক্ষিতে জেলা পরিষদের প্রশাসক অ্যাড, মিয়াজান আলী বলেন, আগামী বছর থেকে বাবুয়া বোসের নামে কৃতি শিক্ষার্থীদের পদক দেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে । তিনি মেয়রকে আহবান জানিয়ে বলেন, জ্ঞানী গুণী মানুষদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে এমনিকি মেহেরপুরেও অনেক সড়কের নামকরণ করা হয়েছে। তিনি আরো বলেন, স্বাধীনতার সংগ্রামী এ মানুষটি’র (বাবুয়া বোসের) নামে শহরের একটি সড়কের নামকরণ করা হলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েরা তার ইতিহাস সম্পর্কে জানতে পারবে।