মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকালে মেহেরপুর শহরের বিভিন্ন ওষধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তির্ণ ওষধ রাখার দায়ে দু’ ওষধ ব্যবসায়ীর নিকট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে বিপুল পরিমান মেয়াদ উত্তির্ণ ওষধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার পারভেজের নেতৃত্বে বিকালে শহরের হাসপাতালের সামনে জিম ফার্মেসী ও কাথুলী সড়কে সেবা ফার্মেসীতে অভিযান চালায়। ওই সময় মেয়াদউত্তির্ণ ওষধ রাখার দায়ে জিম ফার্মেসীর ২ হাজার টাকা এবং সেবা ফার্মেসীর ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে সেবা ফার্মেসী থেকে উদ্ধারকৃত বিপুল পরিমান মেয়া্দ উত্তির্ণ ওষধ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।