মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর দাখিল মাদ্রাসায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ৭ম শ্রেণীর ৭ ছাত্রী মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। অসুস্থরা হলো, রেকসোনা, তাজমিনা, সুখি, লিপি, উম্মে হানি, জলি ও রেখা।
গোভীপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আকবর আলী জানান, সোমবার সকাল ১০টার দিকে মাদ্রাসায় কোচিং করার সময় ৭ম শ্রেনীর ছাত্রী জলি হঠাৎ করে বুকে যন্ত্রনা অনুভব করে। তার পরপরই তার হাত ও পা অবশ হওয়ার উপক্রম হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার পরপরই জলিকে দেখে একে একে আরো ৬ ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আর এম ও ডা. অলোক কুমার দাস বলেন, এটা একটা সামাজিক রোগ। এই রোগী কেউ দেখলে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কয়েক ঘন্টার পরই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরবে বলে তিনি আশা করেন।