শোয়েব রহমান :
অন্যায়, দুর্নীতি, হিংসা, হানাহানি ও মাদক এগুলো মিলেই সমাজের এই অঘোষিত সিস্টেম যা তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে সমাজ কে । কতিপয় সমাজপতিদের অসততা আর আমাদের একটু অসচেতনতাই জন্ম দিয়েছে এই অঘোষিত সিস্টেমের… আর এই সিস্টেম থেকে বের হতে না পারলে একটি সমাজের উন্নয়ন কখনোই সম্ভব না ।
মেহেরপুর আমাদের জন্মভূমি যা বাংলাদেশের সবচেয়ে ছোট্ট ও সুন্দর একটি জেলা, যে জেলার গৌরবগাঁথা স্বাধীনতার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কথাগুলো ইতিহাসের পাতায় অম্লান হয়ে আছে । কিন্তু সেই অর্জন ধুলোয় মিটিয়ে যাবে যদি আমরা তা রক্ষা করতে না পারি ।
সর্বনাশা মাদক আমাদের গোটা জেলাকে গ্রাস করে চলেছে , অভিনব কৌশলে বাড়ছে এর ব্যাবহার। মাদক বৃদ্ধির সাথে সাথে বেড়ে চলেছে চুরি, বখাটেপনা, ইভটিজিং, খুন সহ নানা অপরাধ। যার ভুক্তভোগী সাধারণ মানুষ আর যা ঐতিহাসিক একটি জেলার মানুষ হিসেবে কখনোই আমাদের কাম্য হতে পারে না ।
আর এই মাদকের জন্য দায়ী আমাদের স্বল্প শিক্ষার হার, বেকারত্ব বা কর্মসংস্থানের অভাব তথা শিল্প ও সংস্কৃতির অভাব। স্বাধীনতার চার দশক অতিক্রম করলেও এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন এর জন্য এখানে গড়ে ওঠেনি কোন শিল্প প্রতিষ্ঠান সুযোগ সৃষ্টি হয়নি নতুন কোন কর্মসংস্থানের। যার ফলে হতাশাগ্রস্থ যুবক আপন করে নিচ্ছে মাদক কে।
আর একটা জেলায় শিল্প ও সংস্কৃতির উন্নয়ন না ঘটলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবেনা তথা বেকারত্বের হার কমবে না আর এভাবেই শিক্ষা ও সংস্কৃতির প্রতি মানুষের অনীহা বাড়তে থাকছে ফলে মাদকের ভয়াল ছোবল অন্যায়, দুর্নীতি, হিংসা ও হানাহানির মাধ্যমে যুব সমাজ কে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে ।
তাই আমরা মনে করি আমাদের সকল মেহেরপুরবাসীর উচিৎ সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে মাদকের ভয়াল কষাঘাত থেকে তরুন সমাজ কে রক্ষা করে সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা এবং এভাবেই মেহেরপুরের তরুন সমাজ কে আরো শক্তিশালী করে মাদক মুক্ত সমাজ, ভৈরব নদী খনন, মেহেরপুর হাসপাতালের সুষ্ঠু ব্যাবস্থাপনা, লেখাপড়ার মানউন্নয়ন, মেহেরপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, মেডিকেল কলেজ স্থাপন ও রেল-লাইন ও স্থল-বন্দর বাস্তবায়ন সহ মেহেরপুরের স্বার্থে বড় বড় ইস্যু গুলো দলমত নির্বিশেষে সবাইকে একত্রে নিয়ে আন্দোলন করে অর্জন করতে হবে। এককথায় সুন্দর ও স্বপ্নিল একটি মেহেরপুর গড়তে তরুন সমাজ কে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, আর তখনই আমরা পারবো আমাদের মেহেরপুরের গৌরবকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ।
তাই এখন থেকেই ছোট পরিসরে হলেও অন্যায়, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করুন, প্রতিবাদের অভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন আপনার একটু সচেতনতা ও একটু প্রতিবাদ-ই এই ‘সিস্টেম’ মুক্ত সুন্দর একটি সমাজ গড়তে যথেষ্ট ভূমিকা রাখতে পারে ।
আমাদের বিশ্বাস অন্তত মেহেরপুরের তরুণরা একদিন জেগে উঠবেই, জেগে উঠবে সকল ভেদাভেদ ভুলে ব্যাক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে দলমত নির্বিশেষে এই অঘোষিত নোংরা ‘সিস্টেম’ কে ভেঙে সুন্দর একটি মেহেরপুর গড়ার প্রত্যয়ে। আর এভাবেই মেহেরপুর বাংলাদেশের বুকে তথা বিশ্বের একদিন আইডল হয়ে উঠবে…
আমরা রাজনীতি বুঝিনা আমরা দল বুঝিনা আমরা চাই সিস্টেম মুক্ত বসবাস যোগ্য সুন্দর একটি মেহেরপুর। জাগো মেহেরপুর… জেগে ওঠো ভ্রাতৃত্ববোধে, জেগে ওঠো মাদক মুক্ত সুন্দর ও স্বপ্নিল একটি মেহেরপুর গড়ার প্রত্যয়ে ।
লেখক: সংগঠক,‘জাগো মেহেরপুর আন্দোলন’