মাওয়ায় লঞ্চ দূর্ঘটনায় পর থেকে সরকারের পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শক্তিশালী ও প্রশিক্ষিত উদ্ধারকারী দল উদ্ধার কাজে অংশগ্রহণ করছে। উদ্ধার কাজের সমন্বয় করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবক ও রেসপন্স বিভাগ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর ও মুন্সিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের অর্ধশত যুব সদস্য ও ১০ জন কর্মকর্তা সার্বক্ষণিক উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তাঁরা মৃত ব্যক্তিদের সনাক্ত করে ডেড বডি ব্যাগে সংরক্ষণ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করছে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রণয়ন ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি
এদিকে, উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্ধার দলকে সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম এস আকবর, এমপি এই কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি দূর্ঘটনার শুরু থেকে উদ্ধার কাজের সার্বক্ষণিক খোঁজখবর তদারকি করছেন। এ ব্যাপারে সোসাইটির মহাসচিবসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন।এছাড়াও পদ্মায় লঞ্চ দূর্ঘটনায় নিহতের প্রতি শ্রদ্ধা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম এস আকবর, এমপি।