আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুলাইঃ
বেগুন চাষে কীটনাশকের পরির্বতে সেক্স ফরেমন ফাঁদের ব্যবহার দিন দিন মেহেরপুর জেলায় জনপ্রিয় হয়ে উঠছে । কীটনাশক দিয়ে বেগুন গাছের পোকা মারতে চাষীরা যখন হিমসিম খাচ্ছে তখন জেলা কৃষি বিভাগের পরামর্শে সেক্স ফরেমন ফাঁদ ব্যবহার করে ভাল ফল পাচ্ছে চাষীরা। ফলে দিন দিন চাষীদের মাঝে আগ্রহ বাড়ছে সেক্স ফরেমন ফাঁদ ব্যবহারে। কৃষি অফিসের হিসাবে এবার জেলায় ২৫০ হেক্টর জমিতে সেক্স ফরেমন ফাঁদ দিয়ে বেগুন চাষ হচ্ছে।
বর্তমানে আবহাওয়াগত কারনে বেগুন গাছে পোকার আক্রমন বেড়ে গেছে। এই পরিস্থিতিতে চাষীরা বিভিন্ন কীটনাশক ব্যবহার করে ক্ষতিকারক সব পোকা মারতে ব্যার্থ হচ্ছে । তাই পরিবেশবান্ধব সেক্স ফরেমন ফাঁদ ব্যবহার করে চাষীরা ভালো ফল পাচ্ছে। চাষীরা জানান, কীটনাশকের চেয়ে সেক্স ফরেমন ফাঁদ ব্যবহার করে বেশী পোকা মরছে।
পুরন্তপুর গ্রামের চাষী ইবাদত হোসেন জানান, এবার তিনি ২ বিঘা জমিতে বেগুন চাষ করেছে। বর্তমানে বাজারে ৭০ থেকে ৮০ টাকা ধরে বেগুন বিক্রয় করছে। বেগুনের চারা রোপন থেকে কৃষি বিভাগের পরামর্শে তিনি বেগুন ক্ষেতে সেক্স ফরেমন ফাঁদ ব্যাবহার করেছে। এতে বেগুনে কোন ক্ষতিকর পোকার আক্রমন হয়নি। ফলে তাকে আর বেগুন ক্ষেতে কীটনাশক ব্যাবহার করতে হয়নি।
মেহেরপুর সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম জানান, কীটনাশক ব্যবহার করলে বেগুন গাছের অনেক উপকারী পোকা মারা যায় কিন্তু সেক্স ফরেমন ফাঁদ ব্যবহার করলে শুধু ক্ষতিকারক পোকা মরে। তাছাড়া এটি পরিবেশবান্ধব। ১ বিঘা জমিতে ১৫টি সেক্স ফরেমন ফাঁদ পেতে রাখতে হয়। এই ফাঁদে নারী পোকার গন্ধ থাকে এ জন্য পুরুষ পোকারে বেগুন গাছে না বসে এই ফাঁদে বসে। কৃত্রিমভাবে পানির মধ্যে এই নারী পোকার গন্ধটা ব্যাবহার করা হয়ে থাকে। জেলা কৃষি বিভাগ চাষীদের সেক্স ফরেমন ফাঁদের মাধ্যমে বেগুন চাষে উৎসাহিত করছে বলে তিনি জানান।