মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জুলাই:
মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা রুজু না করায় আদালতের আদেশ অমান্য করার অপরাধে সদর থানার ওসি শেখ আতিয়ার রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর জৌষ্ঠ বিচারিক হাকিম মতিউর রহমান স্বপ্রণোদিত হয়ে এ মামলা আমলে নেন। যার নং-ক্রিমিনাল মিস-১/১৪,তারিখ-০১/০৭/২০১৪ ইং।
আদালত সূত্রে জানা গেছে,১৫ জুন ২০১৪ তারিখের একটি মামলার শুনানীতে আসামীর জবানবন্দীর রেকর্ড করে ঘুষ গ্রহণের অভিযোগে সদর থানার ওসি (তদন্ত) তরিকুলের বিরুদ্ধে মামলা রুজু করার জন্য ওসি শেখ আতিয়ার রহমানকে নির্দেশ দেন জৌষ্ঠ বিচারিক হাকিম মতিউর রহমান। সেই মামলার আজ আদেশের দিন ছিলো।
এদিকে আজ মামলার আদেশের দিনে মামলা রুজু না করায় এবং তরিকুলের পক্ষে কেউ হাজির না থাকায় স্বপ্রণোদিত হয়ে বিচারিক হাকিম ওসি শেখ আতিয়ারের বিরুদ্ধে মামলা আমলে নেন।
তবে এ ব্যাপারে ওসি শেখ আতিয়ারের রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন এ ঘটনা তিনি জানেন না। তবে জানতে পারলে জানাবেন বলে জানান তিনি।