মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জুন:
রোজার প্রথম দিনেই মেহেরপুরে কাঁচাবাজারে আগুন লেগেছে। মাত্র ১ দিনের ব্যবধানে মরিচ,পেঁয়াজ থেকে শুরু করে প্রতিটি পণ্যের দাম দ্বিগুন হারে বেড়ে গেছে।কিন্তু সরকারিভাবে বাজার মনিটরিং -এর কোন ব্যবস্থা নেই।
মেহেরপুর শহরের দু’টি বাজার ঘুরে দেখা গেছে, রমজান মাসের শুরুতেই ক্ষিরা খুচরা ২০ টাকা থেকে একলাফে ৩০ টাকা ,পেঁয়াজ ২৮টাকা থেকে ৪০ টাকা, পেঁপে ১২ টাকা থেকে ৪০ টাকা, কাঁচাঝাল ৪০ টাকা থেকে একলাফে ৬০ টাকা, বেগুণ ৪০ টাকা থেকে একলাফে ৭০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এ দিকে মেহেরপুর শহরে পাকা কলা প্রকার ভেদে ৮ টাকা থেকে ২৪ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। একই সাথে বাজারে নেংড়া আম ৭০ টাকা , হিমসাগর ৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।