মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুনঃ
মেহেরপুর জেলায় অনিবন্ধিত মোটর সাইকেল আটক অভিযানের কল্যানে গত তিন সপ্তাহে প্রায় পৌনে এক কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। মেহেরপুর বিআরটিএ অফিস সূত্রে জানা গেছে, পুলিশ বিভাগের উদ্যোগে অনিবন্ধিত মোটর সাইকেল আটক অভিযান শুরু করার পর থেকে গত বুধবার ১৮ জুন পর্যন্ত তিন শতাধিক গাড়ির নিবন্ধন করা হয়। যা থেকে সরকার রাজস্ব লাভ করে ৬৭ লাখ ৭৭ হাজার ৯শ ত্রিশ টাকা । এ দিকে বাঁকি আনিবন্ধিত মোটর সাইকেল নিবন্ধন করানোর লক্ষে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য,মেহেরপুর পুলিশ বিভাগের পক্ষ থেকে আনিবন্ধিত মোটর সাইকেল নিবন্ধন করার জন্য গত ২৬ মে তারিখ পর্যন্ত সময় বেধে দেওয়া হয়। পর দিন ২৭ মে থেকে মেহেরপুর শহরে শহ জেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।