মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জুন:
চলতি মৌসুমে মেহেরপুর জেলায় পাটচাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও পানির অভাবে পাটজাগ দেয়া নিয়ে চাষীদের সংশয় দেখা দিয়েছে।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মেহেরপুর জেলার ৩টি উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয় ২৩ হাজার ৩১ হেক্টর জমিতে। নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মেহেরপুর জেলায় পাট চাষ হয়েছে ২৩ হাজার ৩৯৫ হেক্টর জমিতে। এর মধ্যে সদর উপজেলায় ৬হাজার ৯৭০ হেক্টর, মুজিবনগর উপজেলায় ৩ হাজার ৩৩৫ হেক্টার এবং গাংনী উপজেলায় ১৩ হাজার ৯০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় ৩৫৫ হেক্টর জমিতে বেশী চাষ হয়েছে।এদিকে পাট বড় হওয়ার সাথে সাথে মেরেপুরে এখন পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাট চাষ দেয়া নিয়ে চাষীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।