মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ মে:
হারভেষ্ট পাস বাংলাদেশ-এর উদ্যোগে এবং সসপাবের সহযোগিতায় জিংক সমৃদ্ধ বি-৬২ ধানের প্রদর্শন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে সসপাবের সভাপতি ইসলাম জোয়ার্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারভেষ্ট পাস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ড. খায়রুল বাসার। বক্তব্য রাখেন ব্রির মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন। বক্তারা জানান, বাংলাদেশের মধ্যে এই প্রথম মেহেরপুর জেলা সহ কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে জিংক সমৃদ্ধ ধানের আবাদ করা হয়েছে। চাষীরা এই ধানের আবাদ করে ভাল ফলন পেয়েছে। এই ধান চাষীরা ১১০ দিনে ঘরে তুলতে পারে। এই ধানের চাউল যেমন সু-স্বাদু তেমন মানব দেহের রোগ-বালাই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অনুষ্ঠানের এলাকার শতাধিক কৃষক অংশগ্রহন করেন।