মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৫ মে:
মেহেরপুর পাট অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে উচ্চ ফলনশীল( উফশি) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পাচন প্রকল্পের আওতায় মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে পাটচাষীদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কৃষি অফিসার এন এ হালিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক চৈতন্য কুমার দাস। বক্তব্য রাখেন পাট কর্মকর্তা সুমন দাস, হারুন অর রশিদ, মহাসিন শিকদার, মামুনুর রশিদ, আনোয়ারুল কাদের , আলমগীর কবির প্রমুখ। প্রশিক্ষনে ১’শ পাট চাষী অংশ গ্রহন করেন।