মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৫ মে:
মেহেরপুর সরকারী কলেজ ও ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় “সাইবার নিরাপত্তা” কর্মসূচী বিষয়ক দিন ব্যাপী সেমিনারের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মেহেরপুর সরকারী কলেজ কম্পিউটার ল্যাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মত, মেহেরপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. পল্লব ভট্রাচার্য। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, আবদুল্লাহ আল আমিন, ইনসাইট বাংলাদেশে ফাউন্ডেশন’র পরিচালক শাহরিয়ার তাপস, আইসিটি আইন বিশেষজ্ঞ আব্দুল আওয়াল সুমন, প্রভাষক বায়েজীদ আশিক হোসেন প্রমুখ।